প্রতি বছরের মত জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড এবং রিসার্চকে ঘিরে এবারের আয়োজন করা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান কর্মশালা। এবারের কর্মশালায় জ্যোতির্বিজ্ঞানের গাণিতিক জ্ঞান সহ থাকছে হাতে কলমে শেখার সুযোগ। কর্মশালাটি অনলাইনে আয়োজিত হবে।
Sundial
Sky Observation with Stellarium
3-8 Decmber 2022
Astronomical Image with DS9
Sundial
Stellarium
Astronomy Image DS9
যা যা শিখানো হবে:
১। Sundial with mathematical explanation and making! প্রাচীন কাল থেকেই মানুষ সূর্যঘড়ি করে আসছে। কিভাবে এটা কাজ করে তার গাণিতিক ব্যাখ্যার সাহায্যে সূর্যঘড়ি তৈরি করব আমরা এই সেশনে। নিজের তৈরি সূর্যঘড়ি দিয়ে আকাশ পর্যবেক্ষণ এবং সময় গণনা করব।
২। Sky Observation with Stellariam Software আকাশ পরিচিতির সাথে স্টেলারিয়াম ব্যবহার করে কিভাবে জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং গবেষণার জন্য ডেটা বের করতে হয় তা শেখানো হবে। আলোচনা করা হবে আন্তর্জাতিক অলিম্পিয়াড এবং গবেষণায় আকাশ পর্যবেক্ষণের ব্যাপারগুলো কীভাবে করা হয় এবং জ্যোতির্বিজ্ঞানীরা কিভাবে টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করেন।
৩। Astronomical Image with DS9 আকাশের সুন্দর সুন্দর চমকপ্রদ ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে মুগ্ধ হয়। এবার আমরা জানবো এই ছবি পিছের বিজ্ঞান কি এবং কিভাবে এই দিয়ে গবেষণা করা হয়। ফটোমেট্রি এবং ইমেজ এনালাইসিস এর জন্য আমরা DS9 সফটওয়্যার এর ব্যবহার করে নিজেরা তৈরি করব আকাশের রঙ্গিন ছবি।
এছাড়াও থাকছে জ্যোতির্বিজ্ঞান গবেষণা এবং অলিম্পিয়াড পরিচিতি!
অষ্টম থেকে ইউনিভার্সিটির ১ম বর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা এবারের কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণের জন্য ল্যাপটপ বা কম্পিউটার থাকা লাগবে সফটওয়্যার রান করার জন্য। কর্মশালা আয়োজিত হবে জুম (Zoom) এবং Google Classroom এর মাধ্যমে সন্ধ্যা ৭ টার পরে (স্কেডুল ইমেইলে জানিয়ে দেওয়া হবে)। রেজিস্ট্রেশান ফি: 500৳
Comments are closed.