3rd Astronomy Winter Workshop

প্রতি বছরের মত জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড এবং রিসার্চকে ঘিরে এবারের আয়োজন করা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান কর্মশালা। এবারের কর্মশালায় জ্যোতির্বিজ্ঞানের গাণিতিক জ্ঞান সহ থাকছে হাতে কলমে শেখার সুযোগ। কর্মশালাটি অনলাইনে আয়োজিত হবে।

Sundial

Sky Observation with Stellarium

3-8 Decmber 2022

Astronomical Image with DS9

Sundial
Stellarium
Astronomy Image DS9

যা যা শিখানো হবে:

১। Sundial with mathematical explanation and making!
প্রাচীন কাল থেকেই মানুষ সূর্যঘড়ি করে আসছে। কিভাবে এটা কাজ করে তার গাণিতিক ব্যাখ্যার সাহায্যে সূর্যঘড়ি তৈরি করব আমরা এই সেশনে। নিজের তৈরি সূর্যঘড়ি দিয়ে আকাশ পর্যবেক্ষণ এবং সময় গণনা করব। 

২। Sky Observation with Stellariam Software
আকাশ পরিচিতির সাথে স্টেলারিয়াম ব্যবহার করে কিভাবে জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং গবেষণার জন্য ডেটা বের করতে হয় তা শেখানো হবে। আলোচনা করা হবে আন্তর্জাতিক অলিম্পিয়াড এবং গবেষণায় আকাশ পর্যবেক্ষণের ব্যাপারগুলো কীভাবে করা হয় এবং জ্যোতির্বিজ্ঞানীরা কিভাবে টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করেন।

৩। Astronomical Image with DS9
আকাশের সুন্দর সুন্দর চমকপ্রদ ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে মুগ্ধ হয়। এবার আমরা জানবো এই ছবি পিছের বিজ্ঞান কি এবং কিভাবে এই দিয়ে গবেষণা করা হয়। ফটোমেট্রি এবং ইমেজ এনালাইসিস এর জন্য আমরা DS9 সফটওয়্যার এর ব্যবহার করে নিজেরা তৈরি করব আকাশের রঙ্গিন ছবি।

এছাড়াও থাকছে জ্যোতির্বিজ্ঞান গবেষণা এবং অলিম্পিয়াড পরিচিতি!

২০২০ সালের কর্মশালার স্লাইড

অংশগ্রহণ

অষ্টম থেকে ইউনিভার্সিটির ১ম বর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা এবারের কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণের জন্য ল্যাপটপ বা কম্পিউটার থাকা লাগবে সফটওয়্যার রান করার জন্য। কর্মশালা আয়োজিত হবে জুম (Zoom) এবং Google Classroom এর মাধ্যমে সন্ধ্যা ৭ টার পরে (স্কেডুল ইমেইলে জানিয়ে দেওয়া হবে)। রেজিস্ট্রেশান ফি: 500৳

কোঅর্ডিনেটর

Day 1:
ইমদাদুল্লাহ রাজি
যন্ত্রকৌশল বিভাগ, বুয়েট
ব্রোঞ্জ পদক OWAO 2022, অনারেবল মেনশন IOAA 2021

Day 2
তুর্য রায়
বংলাদেশ দল কোচ, IOAA/OWAO 22
অনারেবল মেনশন IOAA 21, GeCAA 20

Day 3
ফাহিম রাজিত হোসেন
একাডেমিক কোচ ও বাংলাদেশ দলনেতা আইওএএ
সাবেক ইন্টার্ন,
লেইডেন অবজারভেটরি, নেদারল্যান্ডস

রেজিস্ট্রেশনের জন্য ৫০০৳ বিকাশে Send Money করুণ 01781259313 (Personal) নম্বরে।