জ্যোতির্বিজ্ঞানে প্রতিবছর হাজার খানেক গবেষণাপত্র প্রকাশিত হচ্ছে। বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যে এই নিয়ে ধারণা খুব সামান্য, তবে আস্তে আস্তে জ্যোতির্বিজ্ঞান গবেষণায় অনেকে আগ্রহী হয়ে উঠছে। গবেষণার হাতেখড়ি সব সময় করা লাগে অনেক অনেক পড়াশুনা (Literature Study) করার মধ্যে তাই শুরু হচ্ছে জ্যোতির্বিজ্ঞান জার্নাল পেপার পড়ার এক আগ্রহ। যেহেতু বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান একাডেমিক লেভেলে পড়ানো হয়না তাই অনেকে পড়াশুনা শুরু করতে গিয়ে হিমসিম খায়, কোথায় থেকে পড়ব বা কি নিয়ে পড়ব। এই আর্টিকেলে আমরা চেষ্টা করব যেন একজন কলেজে কিংবা ইউনিভার্সিটির প্রথম বছরের ছাত্র হয়েও জার্নাল আর্টিকেল কোথায় কিভাবে এবং কোনগুলো থেকে শুরু করতে পারে তা তুলে ধরতে।
প্রাথমিক জ্ঞান যেকোনো বিষয়ে গবেষণা-পত্র পড়ার আগে আসলে বিষয়টাকে ভাল মত জানা উচিত, কী-কেন-কিভাবে। অনেক সময় দেখা গেছে শিক্ষার্থীরা জ্যোতির্বিজ্ঞান নিয়ে জার্নাল সার্চ দিতে গিয়ে কি-ওয়ার্ড ব্যবহার করে Black-hole/Quasar/Universe যা অনেকে আগ্রহ নিয়ে পড়াই শুরু করে কিন্তু শেষে কিছুই বুঝতে পারে না। তাই আমাদের আগাতে হবে ধাপে ধাপে। জ্যোতির্বিজ্ঞানের সাধারণ ধারণা থাকা অনেক কাজে দেয় এক্ষেত্রে (বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডের শিক্ষার্থীদের জন্য এটা সহজ হয়ে যায়)।
একজন ছাত্র হিসেবে আমার মতে শুরু থেকে শুরু করতে নিচের বিষয় গুলো খেয়াল করা উচিত–১। জ্যোতির্বিজ্ঞানের উদ্দেশ্য কি? – The Purpose of Astronomy (1995)
২। গবেষণা-পত্র, জার্নাল আর্টিকেল কোথায় খুঁজে পাব?
খুব সহজে বললে গুগল করলেই সাধারণত বেশিরভাগ রেজাল্ট আসবে ২ টি ওয়েবসাইট থেকে- arXiv এবং SAO/NASA ADS। এগুলো হচ্ছে পেপার রিপোজিটরি। জ্যোতির্বিজ্ঞান পেপার কীভাবে পড়তে হয়, কোথায় পাওয়া যাবে, কোথায় কি খেয়াল রাখা উচিত এই নিয়ে সবচেয়ে প্রথমে যে আর্টিকেল পড়া উচিত তা হচ্ছে – Astronomy Paper Seminar Participation Guide & Reading Walkthrough (2020)
এই আর্টিকেল পেপার বের হওয়ার আগে পেপার পড়ার A-Z নিয়ে বিস্তারিত ছিল Astrobites-এ। এই সুযোগে Astrobites এর সাথে সবার পরিচিত করে দিতে চাই। Astrobites আমাদের মতই আগ্রহী কিছু গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে তৈরি একটি ওয়েবসাইট যা জ্যোতির্বিজ্ঞান পেপার গুলোর সারাংশ সহজ করে তুলে ধরে এবং অনেক ক্ষেত্রে রিভিও করে থাকে। বর্তমান জ্যোতির্বিজ্ঞানের শিক্ষার্থীদের মধ্যে অনেক জনপ্রিয় Astrobites, অনেকে সপ্তাহে কিংবা মাসে একবার চেক করেই। পেপার পড়া নিয়ে তাদের তিনটি সুন্দর আর্টিকেল আছে – Tools for Reading Papers Part 1, Part 2, Part 3।৩। জ্যোতির্বিজ্ঞান আর্টিকেল নিয়ে কোথায় আলোচনা করব?
৪। জ্যোতির্বিজ্ঞানে রিসার্চ করতে চাই! –– তুমি এই ব্লগে তোমার জন্য প্রয়োজনীয় সবকিছু পাবে!
পৃথিবীর অনেক দেশেই নির্দিষ্ট বিষয়ে আগ্রহী শিক্ষার্থীরা নিজেরদের জ্যোতির্বিজ্ঞান বা গবেষণার আদ্যপান্তোর জন্য জার্নাল ক্লাবের ব্যবস্থা করে। বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান জার্নাল ক্লাবের রীতি এখনও সেভাবে নেই। এসব জার্নাল ক্লাবে প্রতি সপ্তাহে কিংবা মাসে কয়েকবার সবাই অনলাইনে বসে একটি নির্দিষ্ট পেপার নিয়ে আলোচনা করে। BDOAA থেকে গত বছর আমরা একটি জার্নাল ক্লাব শুরু করেছি যা অনিয়মিত ভাবে করা হয়। [If you’re interested in Journal Club joining do email us]
General Paper Recommendations
সাধারণত কে কি জার্নাল পড়বে তা পুরোটাই আগ্রহ এবং প্রয়োজন কেন্দ্রিক হয়ে থাকে। কেউ যদি Exoplanets/Cosmology নিয়ে আগ্রহী হয় তাকে তার Research Interests অনুযায়ী সেরকম পেপার গুলো পড়া লাগবে। তবে একজন Beginner হিসেবে একজন জ্ঞানের সাগরে হাবুডুবু যাতে না খায় তাই আমরা একটা ভেলার ব্যবস্থা করে দিচ্ছি মাত্র-
Must Read for Beginners
– Astronomical observations: a guide for allied researchers
– Writing Scientific Papers in Astronomy
– A Beginner’s Guide to Working with Astronomical Data
– Machine Learning in Astronomy: a practical overview
– Ideas for Citizen Science in Astronomy
– Best Practices for Data Publication in the Astronomical Literature
High-School/College Level Education
– The expanding universe: an introduction
– Street lights as standard candles: A student activity for understanding astronomical distance measurements
– Measuring the Earth-Sun distance during a lunar eclipse
– Dyson Spheres around White Dwarfs
– The First Three Rungs of the Cosmological Distance Ladder
Famous Astronomical Papers
– Tabby’s Star Planet Hunters IX. KIC 8462852 – Where’s the flux?
We’ll update these recommendations list time to time! If you’ve a suggestion, please email us at mail.bdoaa@gmail.com

বাংলাদেশী জ্যোতির্বিজ্ঞানীদের প্রকাশিত জার্নাল
Summary: We’ve 3 BDOAA Alumni who published Astronomical/Geophysical research papers in reputed journals. Most Astronomy researcher from Bangladesh have participated in the International Astronomy Olympiad which prompted their careers.
Dr. Dipen Bhattacharya
Professor of Physics and Astronomy, Moreno Valley College
– Research PublicationsDr. Sultana Nurun Nahar
Research Professor, Ohio State University
– Research PublicationsDr. Syed A Shuvo
Resident Astronomer, McDonald Observatory
– Research PublicationsRubab Khan
JWST Fellow at the NASA Goddard Space Flight Center
– Research PublicationsTonima Tasnim Ananna
Assistant Professor of Physics and Astronomy, Wayne State University
– Research PublicationsDr. Khan M. B. Asad
Assistant Professor, Independent University, Bangladesh
– Research PublicationsLamiya Mowla
Postdoctoral Fellow, Dunlap Institute for Astronomy and Astrophysics, University of Toronto
– Research PublicationsAnowar J. Shajib
Postdoctoral Fellow, University of ChicagoShah Mohammad Bahauddin
PhD, Solar Physics, Rice University
– Research PublicationsAthoy Nilima
Postdoctoral Researcher at Max Planck Institute for Physics
– Sensitivity projections for hidden photons and axion-like particles in the LUX-ZEPLIN experimentTanveer Karim*
PhD Student, Harvard University
– Probing the Southern Fermi Bubble in Ultraviolet Absorption using Distant AGNs
– Revised geometric estimates of the North Galactic Pole and the Sun’s height above the Galactic mid-plane
– The Rotation Period Distributions of 4-10 Myr T Tauri Stars in Orion OB1: New Constraints on Pre-main-sequence Angular Momentum EvolutionPritom Mozumdar*
Teaching Assistant, University of California Davis
– Research PublicationsSyeda Lammim Ahad*
PhD Student, Leiden Observatory, Leiden University
– The stellar mass function and evolution of the density profile of galaxy clusters from the Hydrangea simulations at $0 < z <1.5$ (2021)Md. Shahriar Rahim Siddiqui*
Research Assistant at UBC Department of Physics and Astronomy
– Gravitationally trapped axions on Earth
– Research PublicationsNaved Imran Mahmud
PhD, Rice University
– Research PublicationsMd. Mahmudunnobe*
PhD Student, Wayne State University
– Membership of stars in open clusters using random forest with gaia dataFairuz Ishraque*
PhD student, Princeton University
– Surface boulder banding indicates Martian debris-covered glaciers formed over multiple glaciations- Serat Mahmud Saad*
Undergrad researcher, Vanderbilt University
– ABYSS II: Identification of young stars in optical SDSS spectra and their properties Moonzarin Reza Esha
Astronomy Graduate Student at Texas A&M University
– Photometric redshift estimation using ExtraTreesRegressor: Galaxies and quasars from low to very high redshifts
* Past IOAA participants from Bangladesh
এই লিস্ট অসম্পূর্ণ কারণ আমরা হয়ত অনেক বাংলাদেশী জ্যোতির্বিজ্ঞানীদের সম্পর্কে জানি না। এই তালিকাতে অবদান রাখার জন্য সবার কাছে অনুরোধ রইল, ইমেইল এর মাধ্যমে আপনার কিংবা অন্যের গবেষণা সম্পর্কে জানাবেন- Please email at mail.bdoaa@gamil.com ।
Fahim Rajit Hossain
Astronomy Research Intern, Leiden University (2020)
Email me at farahoshwadhin.13@gmail.com