তারাচিত্র এবং আকাশ চেনা
রাতের আকাশ, যেন তারা দিয়ে বোনা অপরূপ সুন্দর নকশীকাঁথা ঘিরে আমাদের আগলে রেখেছে । আকাশ কার মনকে না প্রলুব্ধ করে? রাতের আকাশের মিটিমিটি করা নক্ষত্র, স্নিগ্ধ রূপালী আলো দেয়া চাঁদ, আর আমাদের সৌরজগতের গ্রহগুলোকে দেখে আমরা সবাই মূগ্ধ হই। খালি চোখে দেখতে পাওয়া বহু দূরের এইসব অপূর্ব আশ্চর্যগুলোকে আমরা অনেকে স্বর্গ বলে বিশ্বাস করি। হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষেরা রাতের আকাশের এই নক্ষত্রদের যোগ করে বিভিন্ন জীবজন্তু, পৌরাণিক ও কাল্পনিক বস্তুর ছবি আঁকতো । সময়ের সাথে সাথে আকাশে এই ছবিগুলো পাল্টানোয় তারা ঋতুপরিবর্তন আগাম বার্তা বুঝতে পারতো, যা কৃষকদেরকে ফসল লাগানো আর তোলার ইঙিত দিত। তাছাড়াও তারা আকাশ দেখে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতো, নক্ষত্র দেখে নাবিক দিক চিনতো। রাতের আকাশকে তাদের মতই ঠিকমত চিনতে না পারলে, ভালভাবে উপভোগ করা যায় না। আমি আপনাকে রাতের এই ঐশ্বর্যকে উপভোগ করার উপায় বলে দিবো এবং খালি চোখে দেখতে পাওয়া মহান সুন্দর রাতের আকাশের সাথে পরিচয় করাবো।