BDOAA 2022 এর প্রস্তুতি হিসেবে বিডিওএএ একাডেমিক টিম আয়োজন করছে প্রব্লেম সল্ভিং ওয়ার্কশপ । এই ওয়ার্কশপ গুলোই স্কুলের জ্ঞান নিয়ে কিভাবে বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার ব্যাখ্যা করা যায় এবং সমস্যার সমাধান করা যায় তার উদাহরণ দেখানো হবে যা জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড ছাড়াও আগ্রহীরা জ্যোতির্বিজ্ঞান কে নতুন ভাবে চিনতে শিখবে। এই ওয়ার্কশপ গুলোর জন্য ফিজিক্সের বিশেষ জ্ঞান এর প্রয়োজন হবে না।
স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের সকলে অংশগ্রহন করতে পারবে তবে বিশেষভাবে অষ্টম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা আমন্ত্রিত।