BDOAA 2018

Logo of 2018

Desinged by Naeem Hasan

প্রথমবারের মত বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড আয়োজিত হয় ২০১৮ সালে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, খুলনা, চট্টগ্রাম, দিনাজপুর , সিলেট, ময়মনসিংহ এবং বরিশালে । আঞ্চলিক পর্বে ব্যপক সারা পেয়ে সারাদেশে প্রায় ১২০০ শিক্ষার্থী অংশগ্রহন করে ।

ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পর্বে বাছাইকৃত ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে । জাতীয় পর্বে বিজয়ী ২০ জনকে নিয়ে ঢাকার আইইউবিতে অনুষ্ঠিত হয় ৩ দিনের জাতীয় ক্যাম্প। জাতীয় ক্যাম্পের মাধ্যমে নির্বাচিত করা হয় আন্তর্জাতিক ৭ জনের দল । তূনক মন্ডল, জাবের ইবনে তাহের, অর্নব চৌধুরী এবং শান্তনু বসু অন্তু সহ দল নায়ক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান এর প্রফেসর ইশতিয়াক সৈয়দ এবং আইওএএ/আইইএসও প্রাক্তন প্রতিযোগী ফাহিম রাজিত হোসেন।

চীনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড ২০১৮ তে বাংলাদেশ দলের এর পক্ষে ‘সম্মানজনক স্বীকৃতি’ পদক অর্জন করে নটরডেম কলেজের তূণক মন্ডল।


Share this Page