Frequently Asked Questions

বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড (BDOAA), বাংলাদেশের শিক্ষার্থীদের অন্যতম জ্যোতির্বিজ্ঞান শিক্ষা মূলক প্রতিযোগিতা। বাংলাদেশ এর অন্যান্য অলিম্পিয়াড এর মতই এটি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করে। এই অলিম্পিয়াড নিয়ে সাধারণ কিছু প্রশ্নের উত্তর নিচে দেওয়া হল–

বাংলাদেশে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী, প্রতিযোগিতার বছরে জুন মাস অব্দি যার বয়স অনুর্ধ্ব ১৯ বছর সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সাধারণত ক্লাস ৭ম হতে এইচ.এস.সি/সমমান পড়ুয়া শিক্ষার্থীরা আমন্ত্রিত। প্রবাসী বাংলাদেশি বাংলাদেশ দলের জন্য নির্বাচিত হবে না তবে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

মডেল ১
৬ষ্ঠ থেকে ৮ম পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাটাগরী A,
৯ম থেকে এস.এস.সি/সমমান পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাটাগরী B,
একাদশ, দ্বাদশ এবং এইচ.এস.সি/সমমান পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাটাগরী C

মডেল ২
৯ম শ্রেণী পর্যন্ত জুনিয়র ক্যাটাগরী
১০ম থেকে এইচ.এস.সি পর্যন্ত সিনিয়র ক্যাটাগরী

এই ওয়েবসাইটে বিস্তারিত একটি পেজে প্রস্তুতির বিভিন্ন ধাপ সম্পর্কে বর্ণনা করা হয়েছে – How to Prepare for BDOAA

প্রতিবছর আমরা চেষ্টা করব বাংলাদেশের বিভিন্ন প্রধান শহরে অলিম্পিয়াড আয়োজন করার। ২০১৮ সাল থেকে ১০টি আঞ্চলিক প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা করা হয়। বিভিন্ন বছরের অবস্থা অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতি বছর আঞ্চলিক বাছাইপর্ব শেষে আঞ্চলিক ই-অলিম্পিয়াড আয়োজন করা হয়।

**রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য**

আঞ্চলিক পর্ব
প্রতিটি আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণ সাপেক্ষে ~২০ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হবে। আঞ্চলিক পর্বের প্রশ্ন হবে বাংলা এবং ইংরেজী মাধ্যমে (প্রয়োজনীয় শব্দ শুধুই ইংরেজীতে দেওয়া থাকবে)।

জাতীয় পর্ব
ঢাকাতে, আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব। জাতীয় পর্ব থেকে ২ ক্যাটাগরী মিলে প্রায় ৩০ জন প্রতিযোগীকে জাতীয় জ্যোতির্বিজ্ঞান ক্যাম্প এর জন্য বাছাই করা হবে।

জাতীয় ক্যাম্প
জাতীয় পর্বের পর ক্যাম্পে প্রতিযোগীদের মাস ব্যাপী অনলাইন ট্রেনিং এর ব্যাবস্থা করা হবে। থিওরী ও প্র্যাক্টিকাল বিষয়ে ক্লাস নিবেন আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রণকারী প্রাক্তন প্রতিযোগী এবং ফিজিক্স/ এস্ট্রোফিজিক্সে অভিজ্ঞ শিক্ষক/ট্রেইনাএ/গ্যাডুয়েট ছাত্র। বিভিন্ন ক্লাস, আলোচনা, ওয়ার্ক সেশন এর মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানের খুঁটিনাটি বিষয় শিক্ষাদান সহ বিভিন্ন নোটস প্রদান করা হবে। প্র্যাক্টিকাল সেশনে একদিন আকাশ পর্যবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। ক্যাম্প শেষে থিওরী এবং প্র্যাক্টিকালের পরীক্ষার মাধ্যমে ১২ জনকে উচ্চতর ট্রেনিংয়ের জন্য নির্বাচিত করা হবে।

এক্সটেন্ডেড ক্যাম্প ও কর্মশালা
১২ জনকে নিয়ে আরও কিছু অনলাইন/ফিজিক্যাল ক্যাম্প শেষে থিওরী এবং প্র্যাক্টিকালের পরীক্ষার মাধ্যমে ৫ (+ অতিরিক্ত ২ জন) জনকে প্রাথমিক ভাবে আন্তর্জাতিক পর্যায়ের জন্য নির্বাচন করা হবে।

আন্তর্জাতিক পর্ব

বাংলাদেশ দল হিসেবে  সর্বোচ্চ ৫ জন প্রতিযোগী এবং ২ জন “দলনেতা” প্রেরণ করতে পারবে BDOAAC। যদি কোনো বছর ৩ জন প্রতিযোগী থাকে সেক্ষেত্রে শুধু ১জন দলনেতা অংশগ্রহণ করবে। প্রতিবছর বিভিন্ন দেশে আয়োজিত হয় এই পর্ব। ২০২৪ সালে শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এর জন্য এবার আগস্ট  মাসে অনুষ্ঠিত হবে 17th International on Astronomy and Astrophysics যা ব্রাজিলে অনুষ্ঠিত হবে। দল নির্বাচনে BDOAA একাডেমিক দলের সিদ্ধান্ত চূড়ান্ত। IOAA তে অংশগ্রহণের জন্য প্রতিযোগীকে অবশ্যই ২০ বছরের কম বয়সী হতে হবে এবং সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক বা সমমানের প্রতিযোগীকে প্রাধান্য দেওয়া হবে।

প্রতিযোগীকে আন্তর্জাতিক অলিম্পিয়াড চলাকালীন IOAA/BDOAA কতৃক নির্ধারিত সকল নিয়ম মেনে চলতে হবে  এবং সঠিক তথ্য প্রদান করতে হবে। প্রতিযোগী কোনো আইন প্রতিযোগিতা কালীন অমান্য করলে BDOAA সেটার দায়িত্ব নিবে না এবং পরবর্তী পেনাল্টির ব্যবস্থা করতে পারে BDOAA কতৃপক্ষ।

প্রত্যেক দেশের দল বাছাই নিজস্ব ভাবে সাধারণত প্রতিযোগিতামূলক হয়ে থাকে। গেস্টটিম, ভিজিটর এবং অবসারভার হিসেবে একটি দেশ অতিরিক্ত দল সদস্য প্রেরণ করতে পারে তবে তা সেই বছরের আয়োজক দেশের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং সংশ্লিষ্ট দেশের কমিটির ইচ্ছার উপরে নির্ভর করবে। প্রত্যেক দেশের টিম লিডার নিয়ে গঠিত হয় ইন্টারন্যাশনাল বোর্ড  যারা গণতান্ত্রিক ভাবে পরীক্ষা এবং অন্যান্য সিদ্ধান্ত গ্রহণ করেন একজন প্রেসিডেন্ট এবং জেনেরাল সেক্রেটারির তত্ত্ববধানে। আন্তর্জাতিক অলিম্পিয়াডে টিম লিডার ও প্রতিযোগীরা আলাদা থাকে, প্রশ্ন দেখা থেকে যতক্ষণ পর্যন্ত সব পরীক্ষা শেষ হয়। এই সময় প্রতিযোগীরা সম্পূর্ণ ইন্টারনেট মোবাইল যোগাযোগের বাইরে থাকে এবং লোকাল গাইডের তত্ত্ববধানে থাকে।

এই অলিম্পিয়াডের পরীক্ষায় সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যাল্কুলেটর ব্যবহার করা যাবে।

৬.১। এবারে প্রশ্ন হবে ক্লাস  ৯-১২ একই তবে বাছায় করা হবে ২ টি আলাদা স্কুল এবং কলেজ গ্রুপে (মডেল ২)।

৬. ২। প্রশ্ন একই সাথে বাংলা এবং ইংরেজিতে থাকবে। উত্তর/সমাধান প্রতিযোগী ইচ্ছামত ভাষায় করতে পারে। জাতীয় পর্বে প্রশ্ন থাকবে ইংরেজিতে উত্তর করতে হবে ইংরেজিতে। প্রথম পাতায় প্রশ্ন সমাধানের জন্য প্রয়োজনীয় সকল একক, জ্যোতির্বৈজ্ঞানিক একক এবং সূত্র দিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন সমাধানের প্রত্যকটি মান কাজে লাগতে পারে। প্রশ্নের সাথে [ ] ব্র্যকেট এর ভিতরে প্রশ্নের মান বন্টন দেওয়া হয়েছে। সময় খেয়াল করে বেশী নম্বর পেতে এটি খেয়াল করা উচিত।

অনলাইন/পরীক্ষাকেন্দ্রে অলিম্পিয়াডের সাধারণ নিয়মবলী

– A4 সাইজের ফাকা পৃষ্ঠায় প্রশ্নের সমাধান লিখতে হবে। প্রত্যেক পৃষ্ঠার উপরে প্রতিযোগীর নাম-কোড-প্রশ্ন নং লিখে সঠিক অনুক্রমে সাজিয়ে জমা দিতে হবে (অনালাইনে পিডিএফ করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে)। অস্পষ্ট এবং ভুল ফরম্যাটে সমাধান জমা দেওয়া হলে তা ডিসকোয়ালিফাইড বিবেচিত হবে।
– প্রশ্নের শেষ সমাধানকৃত মানের চেয়ে কীভাবে সমাধান করা হয়েছে তা গুরুত্বপূর্ণ। কেউ যদি শেষ মান বের করতে নাও পারে বা সময়ের অভাবে মান বসাতে ভুল হয় সেক্ষেত্রে অবশ্যই কিছুটা নম্বর দেওয়া হবে। মানের ক্ষেত্রে মাত্রার ক্রম (Order of Magnitude) এবং Significant digit খেয়াল করা লাগবে।
– প্রশ্নের সমধানের যুক্তিযুক্ত অ্যাপ্রক্সিমেশন গ্রহণযোগ্য। তবে তা স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে।
– অনেক প্রশ্নের শেষ মান বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক একক এর বের করতে হতে পারে। যেমন কিলোমিটার এর জায়গায় জ্যোতির্বৈজ্ঞানিক একক- Astronomical Unit/পারসেক, এসব ক্ষেত্রে অবশ্যই মান যে এককে চাওয়া হয়েছে তাই বের করা লাগবে।
– প্রয়োজনে বিভিন্ন ডায়াগ্রাম আঁকতে হতে পারে যা অবশ্যই স্পষ্ট করে আঁকাতে হবে। এক্ষেত্রে কম্পাসের প্রয়োজন হতে পারে।

অলিম্পিয়াড নিয়ে আরও যেকোন প্রশ্ন অথবা অলিম্পিয়াডের প্রস্তুতির সময় যেকোন সমস্যায় সাহায্যের দরকার হলে যোগাযোগ করতে পার আমাদের Facebook Page বা mail.bdoaa@gmail.com এ।

**** যেকোনো বিষয়ে পরিবর্তন ও পরিমার্জনের অধিকার অলিম্পিয়াড কতৃপক্ষের নিকট সংরক্ষিত।