Jr. IOAA and BDOAA 2020 Updates

Junior International Olympiad on Astronomy and Astrophysics
১ম বারের মত আয়োজিত হতে যাচ্ছে জুনিয়র আন্তর্জাতিক এস্ট্রোনমি এন্ড এস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড, আগামী বছরের জানুয়ারি মাসে রোমানিয়াতে।
উনুর্ধ্ব ১৫ বছর বয়সের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন এর উদ্যোগ নিয়েছেন রোমানিয়ান এস্ট্রোনমি অলিম্পিয়াড কমিটি যা এবছরের আইওএএ টীম লিডারদের বোর্ড মিটিং এ জানানো হয়েছে।
আমরা মনে করি জ্যোতির্বিজ্ঞানের প্রচারে এটা আরেকটা মহতী উদ্যোগ ।
সাধারন IOAA এর মত Jr. IOAA এর দল বাছাই এর দায়িত্বে আছে Bangladesh Olympiad on Astronomy and Astrophysics Committee.
বাংলাদেশ কি তাহলে ১ম জুনিয়র আইওএএ তে দল পাঠাবে?
প্রশ্নের উত্তর এই বছর আমরা দল পাঠাচ্ছি না এছাড়াও বাংলাদেশে এই বয়সসীমার
মধ্যে ছাত্র ছাত্রী দের জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান এমনিও অল্প। তাছাড়া আমাদের
হাতে প্রস্তুতির সময় নেই।
আমাদের পরিকল্পনা বর্তমানে মূল দলের বাছাই ও প্রস্তুতিমূলক ।
তবে সামনে BDOAA ২০২০ থেকেই Jr. IOAA এর প্রস্তুতি এর জন্য জুনিয়ার (Class 6-8) দের নিয়ে অলিম্পিয়াড ও ক্যাম্প করা হবে। হ্যা এবার থেকে BDOAA টে আরেকটি নতুন গ্রুপ খুলা হচ্ছে। রেজিস্ট্রেশনও শুরু হয়ে যাবে।
আশা করছি শীঘ্রয় বাংলাদেশ দল IOAA এবং Jr. IOAA তে সাফল্য নিয়ে আসবে।