সূচনা
Lagrange points, 3 body problem এর একটি স্পেশাল কেস যেখানে তিনটি বস্তুর relative position তাদের কক্ষপথে আবর্তনের সময় পরিবর্তন হয় না । এর ফলে তিনটি ভরেরই অর্থাৎ পুরো ব্যবস্থার আবর্তনকাল বা কৌণিকবেগ সমান হয় ।
এক্ষেত্রে যেটা হয় সেটা হল- ছোট কোন বস্তুর উপর দুটি বড় বস্তুর মহাকর্ষ বল এমন ভাবে একটি অপরটিকে বাতিল করে দেয় যাতে পুরো সিস্টেমের ভরকেন্দ্রের সাপেক্ষে ছোট বস্তুটি এমন ভাবে সাম্যাবস্থায় আসে যাতে তিনটি বস্তুর আপেক্ষিক অবস্থান তাদের কক্ষপথে আবর্তনের সময় পরিবর্তন হয় না ।
সিস্টেম এর ভরকেন্দ্র (center of mass) কে কেন্দ্র করে সিস্টেম এর কৌণিক বেগ বা আবর্তনকালের সমান কৌণিক বেগ বা আবর্তনকাল নিয়ে ঘূর্ণায়মান rest frame এ দেখলে মনে হবে তিনটি ভরই একই জায়গায় চুপচাপ বসে আছে।
ব্যাপারটি বুঝতে নিচের ছবিটি সাহায্য করবে । কোন system এ এরকম ৫ টি অবস্থান পাওয়া গেছে যাদের যথাক্রমে \[L_{1},L_{2},L_{3},L_{4},L_{5}\] বলে।